add

ভারতের হাইদ্রাবাদে অবস্থিত বিশ্ব মানের যশোদা ক্যান্সার হসপিটাল

ক্যান্সার হাসপাতাল অনেক ই আছে ভারতে। চলুন এবার জানি এর মধ্যে উল্লেখযোগ্য ভারতের হাইদ্রাবাদে অবস্থিত বিশ্ব মানের যশোদা ক্যান্সার হসপিটাল সম্পর্কে ।

ক্যান্সার একটি মরনব্যাধী। কিন্তু রোগীর শরীরে তা কোন পর্যায়ে আছে সে পর্যায় অনুযায়ী উপযু্ক্ত চিকিৎসা দিতে পারলে ক্যান্সারের রোগীও তার জীবনটি ফিরে পেতে পারে। এ জন্য চাই সঠিক চিকিৎসা। আমাদের আশে পাশে কারো ক্যান্সার হলে আমরা দিশেহারা হয়ে যাই। কি করবে খুজে পাই না। রোগীকে সান্তনা দেয়ার বদলে তার উদ্বেগ আরো বাড়িয়ে দেই। এর জন্য আমাদের অজ্ঞতাই দায়ী।

ক্যান্সার এর এখন অনেক উন্নত চিকিৎসা আবিষ্কার হয়েছে, তাই সাধারন মানুষ পেয়েছে বাঁচার আশা। তবে আমাদের অনেকেই জানি না ক্যান্সারের উন্নত চিকিৎসা কোথায় হয়।
আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেই আছে বিশ্বমানের হাইদ্রাবাদে অবস্থিত যশোদা ক্যান্সার হসপিটাল। উন্নত চিকিৎসা হয় তুলনামুলক সাধ্যের মধ্যে খরচেই।

হাইদ্রাবাদে অবস্থিত বিশ্ব মানের যশোদা ক্যান্সার হসপিটালের সেবা সমূহ ।
* হসপিটালে রেজিষ্টিশনের ৪৮ ঘন্টার মধ্যে ডায়াগনোসিস সম্পূর্ন করা হয় ।
* খুব সল্প সময়ের রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় । যেহেতু ক্যান্সারের কোষ দূত বাড়তে থাকে।
* নিজস্ব ৩টি ভিন্ন ভিন্ন ক্যান্সার ইন্সটিউট ।
* সল্পসময়ের মধ্যে রেডিও থেরাপির ব্যবস্থা করা হয় ।
* দূত সময়ের মধ্যে অস্থি মজ্জা বোনমেরু প্রতিস্থাপন করা হয় ।
* চিকিৎসা শেষে স্কাইপি ,হোয়াটসঅ্যাপ, ভিডিওচ্যোটের মাধ্যমে পরামর্শ
প্রদান করা হয়।
এছাড়া যশোদা হসপিটালের বাংলাদেশী প্রতনিধিদের সাথে যোগাযোগের মাধ্যে বিমানবন্দর ট্রান্সফার, প্রায়োজনে হোটেলের ব্যবস্থা করা , রেফারেল ডাক্তারের সাথে যোগাযোগ ও পরামর্শ প্রদান , প্রায়োজনের উপর ভিত্তি করে এয়ারপোর্ট থেকে হসপিটাল পর্যন্তএ্যাম্বুলেন্স ব্যবস্থা করা এছাড়া প্রতিদিন হোটেল থেকে হসপিটাল এবং হসপিটাল থেকে হোটেল গাড়ি সরবাহ ।
( সেবা সমূহ সর্ম্পূন ফ্রি এর জন্য কোনো প্রকার ফ্রি প্রাদনের প্রয়োজন নেই )

যেকোনো সহযোগীতার জন্য আমাদের পেইজে ইনবস্ক করতে পারেন অথবা
সরাসরি ফোনে / ইমু/ হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন

+8801754040054
+918420611250

স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানকারী (যশোদা হসপিটাল )



No comments

Theme images by chuwy. Powered by Blogger.