add

ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেন চালুর দাবীতে আমরা মির্জাপুর(মহেড়া) বাসী



টাঙ্গাইল বাংলাদেশের উনিশতম জেলা যার জন্ম ১৯৬৯ সালে। জেলাটির আয়তন ৩৪১৪.৩৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২৫.০০ লক্ষ। এটি বর্তমান সময়ে দেশের গুরুত্বপূর্ণ একটি জেলা। অন্তত ২৫-৩০ টি জেলার রাজধানীর সাথে সড়ক ও রেল যোগাযোগের মূল পয়েন্ট এই টাঙ্গাইল। জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটি মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, টেক্সটাইল কলেজ সহ অসংখ্য নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান ও মহেড়া রেল স্টেশন থেকে ১ কি.মি দূরে অবস্থি মহেড়া বৃহত্তম পুলিশ ট্রেনিং সেন্টর (মহেড়া জমিদার বাড়ি ) রয়েছে। জেলার হাজার হাজার চাকুরিজীবী, ছাত্র ও অন্যান্য পেশাজীবী নিয়মিত ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি কোন ট্রেন সার্ভিস চালু নেই।

দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরবঙ্গের সবগুলো ট্রেণ টাঙ্গাইল হয়েই ঢাকায় যাতায়াত করলেও টাঙ্গাইলবাসীর জন্য কোনো সিট বরাদ্দ নেই। এমনকি কোনো কোনো ট্রেনে টাঙ্গাইলে যাত্রাবিরতিও নেই। যা জেলার ২৫ লক্ষাধিক জনগণের জন্য খুবই পিড়াদায়ক। তাই রেল কর্তৃপক্ষের নিকট টাঙ্গাইলবাসির বিনীত অনুরোধ দ্রুততার সাথে ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেন সার্ভিস চালু করে টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ করুন।

1 comment:

  1. ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেন চালুর দাবীতে আমরা মির্জাপুর(মহেড়া) বাসী - Pharma Reviews >>>>> Download Now

    >>>>> Download Full

    ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেন চালুর দাবীতে আমরা মির্জাপুর(মহেড়া) বাসী - Pharma Reviews >>>>> Download LINK

    >>>>> Download Now

    ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সকাল-সন্ধ্যা সরাসরি ট্রেন চালুর দাবীতে আমরা মির্জাপুর(মহেড়া) বাসী - Pharma Reviews >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Theme images by chuwy. Powered by Blogger.